আমরা চাই সম্প্রীতি ও সুন্দর সংস্কৃতির বাংলাদেশ : জেলা প্রশাসক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপায় গণহত্যার পরিবেশ থিয়েটার নাটক ‘মধ্যরাতের মোলহেড’ এর মহড়ার উদ্বোধন করা হয়েছে।

১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মহড়ার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাটক ‘মধ্যরাতের মোলহেড’ এর মহড়ার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, ‘নাটক সম্পর্কে আমি তেমন একজন অভিজ্ঞ নই। কিছু কিছু কথা নিতে একটু ভারী হয়ে যায়। আমরা জানি ৭১ সালের কি ভয়াবহতা ছিলো। তবে শেষভাগ ভালো না হলে কোন কিছুই ভালো হয় না। এ নাটকটি শেষ অংশটি খুব ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘নাটকটি যেন সুন্দরভাবে মঞ্চায়ন হয় এবং চাঁদপুরের সঠিক ইতিহাস যেন নাটকটির মাধ্যমে ফুটে আসে তার জন্যে আমাতের সহযোগিতা থাকবে। আমি প্রকৃত ধর্মটাকে আমি আমার বুকে লালন করি। নতুন প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে চাইলে সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। আমরা চাই সম্প্রীতি ও সুন্দর সংস্কৃতির বাংলাদেশ।’

বক্তব্য শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নাটক ‘মধ্যরাতের মোলহেড’ এর মহড়ার উদ্বোধন ঘোষণা করেন।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন নাটক মধ্যরাতের মোলহেড এর নির্দেশক ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী প্রমূখ।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ অক্টোবর ২০২১

Share