সংস্কার ছাড়াই খালে পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংস্কার ছাড়া ও কৃষকের কথা না ভেবেই খালে পানি ছেড়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল বলেন, ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খাল সংস্কারের দাবীতে ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এরপর খাল সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করে বরং সময়ের পূর্বেই খালে পানি ছেড়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। খাল সংস্কারের বিষয়টি এড়িয়ে যেতেই এমনটি করা হয়েছে বলে মনে করি। এর ফলে বোরো আবাদ তীব্রভাবে ব্যহত হওয়ার আশঙ্কা করছি। ফরিদগঞ্জে ৫২টি খাল রয়েছে। আমাদের দাবী খালে যে পানি প্রবেশ করেছে তা প্রত্যাহার করে দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। এতে চাষীরা যেমনি উপকৃত হবে তেমনি আগামী বর্ষায় জলাবদ্ধতা মোকাবেলা সহজ হবে।

তিনি আরো বলেন, সেচ প্রকল্প সচল রাখতে নিয়মত সেচ খাল ও বোরোপিট খাল খননের প্রয়োজন থাকলেও গত ৪৬ বছরে দৃশ্যত কোন খাল খনন হয়নি। আমরা সংগ্রাম কমিটির মাধ্যমে কৃষি আবাদ ও পরিবেশ রক্ষার জন্য সেচ প্রকল্প অভ্যন্তরে খাল খননের দাবি করলেও পাউবো কর্তৃপক্ষ তা শুনেননি। তারা আমাদের দাবি তথা কৃষকদের কথা না ভেবেই নিদিষ্ট সময়ের আগেই সেচপ্রকল্প অভ্যন্তরে পানি ছেড়ে দিয়েছে। এব্যাপারে আমরা যোগাযোগ করলে পাউবো কর্তৃপক্ষ জানায়, তারা আবেদনের প্রেক্ষিতে পানি ছেড়েছে। আমাদের দাবি পানি ছাড়ুক কিন্তু উচুঁ স্থানগুলোতে অবস্থিত খালগুলো দ্রুত খনন করুক যাতে পানি সর্বত্র যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্মআহ্বায়ক মমতাজ উদ্দিন সরকার, রহিমা আক্তার কলি, নুরুল ইসলাম প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান,১৮ ডিসেম্বর ২০২৪

Share