সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন: ড. জালাল উদ্দীন

নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.মোহাম্মদ জালাল উদ্দীন সোমবার (৩১ মার্চ) চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিন আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা থাকে না। তাই অন্য কোনো ভাবনা না ভেবে সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন।’

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের শাসনামলের থেকে এবার ঈদ আনন্দময় পরিবেশে উদযাপিত হচ্ছে। আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখকুটি শোকরানা আদায় করছি।

ড. জালাল উদ্দীন আরও বলেন, আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়ার পেছনে অসামান্য অবদান রেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উৎসাহ, অনুপ্রেরণা, দিকনির্দেশনা, দলের সমস্ত নেতাকর্মীদে এবং ছাত্র জনতার অভ্যত্থানে ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে৷ যেন ফিরে আসতে পারেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন অতি শিগগিরই দেশে ফিরে আসতে পারেন সেই দোয়া চেয়েছি উপস্থিত সকল মুসল্লীর কাছে। এরপর তিনি লুধুয়া কেন্দ্রীয় কবরস্থানে তার প্রয়াত বাবার কবর জিয়ারত করেন।

এসময় ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু,সাবেক ছাত্র নেতা ফারুকুল ইসলাম কিরন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন পাটোয়ারী, সদস্য ফরহাদ হোসেন, রুবেল প্রধানসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ১ এপ্রিল ২০২৫

Share