Home / জাতীয় / সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা জানাল ইসি
election

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা জানাল ইসি

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা জানাল ইসি । কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং সদস্য থাকার অযোগ্য হবেন :

অপ্রকৃতিস্থ ঘোষণা : উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অপ্রকৃতিস্থ ঘোষিত হলে।

দেউলিয়া : দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায়মুক্তি না পেলে। বিদেশি নাগরিকত্ব : বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বা সে রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলে।

নৈতিক স্খলনজনিত অপরাধ : নৈতিক স্খলনসম্পর্কিত ফৌজদারি অপরাধে ন্যূনতম ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে মুক্তির পর ৫ বছর পূর্ণ না হলে। ১৯৭২-এর যোগসাজশকারী আদেশ : উক্ত আইনের অধীন দোষী সাব্যস্ত হলে।

লাভজনক পদে নিয়োজিত : আইনে ব্যতিক্রম না থাকলে প্রজাতন্ত্রের কর্মে ‘লাভজনক পদে’ অধিষ্ঠিত থাকলে। আইনগত অযোগ্যতা : কোনো আইনে নির্ধারিত হলে।

ব্যতিক্রম (দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে) : জন্মসূত্রে বাংলাদেশি হলেও পরে বিদেশি নাগরিকত্ব নিয়ে তা ত্যাগ করলে বা পুনরায় বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করলে— তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা হবে না।

১৩ ডিসেম্বর ২০২৬
এ জি