পাঁচ দিন মুলতবির পর কাল বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে। স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকাল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকাল ৩ টায় সংসদে মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন।
মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সংসদ সদস্যগণ অংশ গ্রহণ করবেন।বাসস
বার্তা কক্ষ, ২৩ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur