রাজনীতি

‘সংসদ সদস্যপদ হারাচ্ছেন মায়া চৌধুরী’

স্টাফ করেসপন্ডেন্ট :

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায়ের পর তিনি আর সংসদ সদস্য থাকতে পারবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। বুধবার মামলার রায়ের পর দুদক আইনজীবী সাংবাদিকদের এ কথা জানান।

এসময় দুদক আইনজীবী বলেন, রায়ের পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সংসদ সদস্য পদ থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন।

এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের ফলে সংসদ সদস্যপদের সাথে মন্ত্রিত্বও অবৈধ হলো মায়ার জন্য। ফলে তিনি আর মন্ত্রীর পদেও থাকতে পারবেন না।

আপডেট:   বাংলাদেশ সময় : ১১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ২৪ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৬:০০ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share