রাজনীতি

সংসদ ভেঙ্গে দেয়াসহ ইসিতে যেসব প্রস্তাব দেবে বিএনপি

নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, আগে-পরে সেনা মোতায়েন ও আরপিও’র বিভিন্ন ধারা সংশোধনে নির্বাচন কমিশনে প্রস্তাব দেবে বিএনপি। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দলের স্থায়ী কমিটির সদস্য অসুস্থ তরিকুল ইসলামকে তার বাসায় দেখতে গিয়ে এ কথা জানান মির্জা ফখরুল।

এসময় তিনি বলেন, এই নির্বাচন কমিশন গঠনের সময় বিএনপির কোন প্রস্তাব মানা হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিএনপির প্রস্তাব কতটা মানা হবে সেটা জানিনা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রস্তাব দেয়া হবে।

প্রধান বিচারপতির বিদেশ সফর বিষয়ে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেই সরকার প্রধান বিচারপতিকে জোর করে বিদেশ পাঠাচ্ছে।

আগামী রোববার নির্বাচন কমিশনের আমন্ত্রণে সংলাপে অংশ নেবে বিএনপি। দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল এ দিন আগামী নির্বাচন নিয়ে দলের বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ০৫:৪৩ পিএম, ১৩ অক্টোবর, ২০১৭ শুক্রবার
ডিএইচ

Share