Home / বিশেষ সংবাদ / সংসদে বসেই শিশুকে বুকের দুধ খাওয়ালেন এমপি
সংসদে বসেই শিশুকে বুকের দুধ খাওয়ালেন এমপি

সংসদে বসেই শিশুকে বুকের দুধ খাওয়ালেন এমপি

এই প্রথমবারের মতো সংসদে বসে কোনো সিনেটর তার শিশুকে বুকের দুধ খাওয়ালেন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ান সংসদে।

মঙ্গলবার (০৯ মে) অস্টেলিয়ার গ্রিন পার্টির সহ- ডেপুটি সিনেটর লারিসা ওয়াটার্স মাতৃত্বকালীন ছুটি শেষে দু’মাস বয়সী মেয়ে আলিয়া জয়কে নিয়ে সংসদে যোগ দেন। সংসদ চলাকানীর ক্ষুধার্ত শিশু আলিয়া জয়কে বুকের দুধ খাওয়ান মা লারিসা। এটি কুইন্সল্যান্ড সিনেটর লারিসের দ্বিতীয় মেয়ে।

পরে বিষয়টি লারিসা তার টুইটারে টুইট করেন, ‘আমি গর্বিত যে আমার মেয়ে আলিয়া প্রথম শিশু, যে ফেডারেল সংসদে বসে বুকের দুধ পান করেছে’।

অস্টেলিয়ান পার্লামেন্টের ইতিহাসে এটি রেকর্ডও বটে।

গত বছর আইন পরিবর্তন করে নারী সংসদ সদস্যদের চেম্বারে বসে শিশুকে নার্সিং করার অনুমতি দেয় অস্ট্রেলিয়ান সংসদ। এর আগে, তা নিষিদ্ধ করা হয়েছিলো এবং যে মা শিশুকে বুকের দুধ খাওয়াতেন তারা প্রক্সি ভোট দিতে পারতেন।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১:১০ পিএম, ১২ মে ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply