জাতীয়

সংশ্লিষ্ট তিন মন্ত্রী নিয়ে মন্ত্রিসভার বৈঠক ৭ মে

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে দীর্ঘ এক মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসছে আগামি বৃহস্পতিবার ৭ মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক গণমাধ্যমকে বলেন,‘ করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হবে । ’

মন্ত্রিপরিষদ বিভাগের আরেক কর্মকর্তা বলেন,‘প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেবেন।’

এর আগে সবশেষ গত ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাতে গোনা কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বসার আসন নির্ধারিত করে ওইদিন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা ব্যুরো চীফ , ৬ মে ২০২০
এজি

Share