শ্রম মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব, জিয়া সাইভার ফোর্সের উপদেষ্টা ও মতলব ডক্টর ফোরামের যুগ্ম আহবায়ক এবং চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ এ এম এম আনিসুল আউয়াল পিএইচডি মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।
মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্ব আজ ২৫ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার সময়ে কচিকাঁচা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, আমি হাসিনার স্বৈরশাসনের পতনে আমি একজন একটিভিস্ট হিসেবে কাজ করেছি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের গণতন্ত্র যখন আওয়ামীতন্ত্রে পতিত হয়েছিল এবং দেশের সার্বভৌমত্ব যখন হুমকির মধ্যে ছিল তখন প্রতিনিয়ত আমি আমার চাকুরী ও জীবনের ঝুঁকি নিয়ে সরকারের অপকর্মের বিরুদ্ধে অনবরত লাইভ ভিডিও’র মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছি।
তিনি আরো বলেন, আমি ১৯৭৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম আহবায়ক ছিলাম। আমার আশা ব্যক্তিগত প্রোফাইল, ছাত্র রাজনীতি ও পেশাগত জীবনের দায়িত্ব পালনের কারনে দল আমাকে মনোনয়ন দিবেন।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কী কী কাজ করবেন তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি ইয়ামিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, আওয়ার বাংলাদেশ ব্যুরো ইনচার্জ লোকমান হোসেন হাবীব , ইলশেপাড় প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু প্রমুখ।
এ সময় মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি গোলাম নবী খোকনসহ মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ মার্চ ২০২৫