বাংলাদেশ সরকারের সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের নিয়োগ আরো ৩ বছরের জন্য করেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাংবাদিক আবুল কালাম আজাদ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সচিবের পদমর্যাদায় এ জাতীয় সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পান।
তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ২০০২ সালে ওয়াশিংটন থেকে দেশে ফিরে এসে আওয়ামী লীগ সভাপতি এবং সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে যোগ দেন।
প্রসঙ্গত, আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও সভাপতি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ১১ দলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিভাগের কোষাধ্যক্ষ ছিলেন।
আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ছিলেন। তিনি ইতোপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পরিচালনা বোর্ড এবং প্রেস কাউন্সিলের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও জড়িত রয়েছেন।
এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিষদের জাতীয় কমিটির সদস্য এবং পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি।
নিউজ ডেস্ক।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ৩০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur