চাঁদপুরের ফরিদগঞ্জে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ সেকদি–চান্দ্রা সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকায় তোলপাড়। প্রায় ৬ কোটি টাকার এই প্রকল্পে “ভালো ইটের নিচে খারাপ ইট” পুঁতে কাজ এগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয়দের কাছ থেকে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের নিচে নিম্নমানের ইট বিছিয়ে তার ওপর ভালো ইট সাজিয়ে বালিতে ঢেকে দেওয়া হচ্ছিল। অভিযোগ উঠার পর সংবাদ প্রকাশিত হতেই ঠিকাদারি প্রতিষ্ঠান নড়েচড়ে বসেছে। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ইট বদলের হিড়িক।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ধীরগতির কাজ হঠাৎ গতিময় হয়েছে চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পরই। তারা বলেন, “আগে খারাপ ইট দিয়ে কাজ হচ্ছিল, এখন দেখা যাচ্ছে ট্রাক ভর্তি করে সেই ইট সরানো হচ্ছে।”
তদারকি কর্মকর্তা হাবিবুর রহমান ভুট্টো চাঁদপুর টাইমসকে বলেন, “ভুলবশত কিছু নিম্নমানের ইট এসেছে। সেগুলো অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে মান বজায় রেখেই কাজ সম্পন্ন হবে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ চাঁদপুর টাইমসকে জানান, “সংবাদ প্রকাশের পরই আমরা ব্যবস্থা নিয়েছি। ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে খারাপ ইট সরিয়ে মানসম্মত ইট ব্যবহার করতে।”
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur