চাঁদপুর

সংবর্ধিত হচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসকসহ ৮ গুণীজন

জেগে উঠো মাটির টানে’ এ শ্লোগানকে ধারণ করে চাঁদপুরের সু-পরিচিত সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গের আয়োজনে রোববার ১৭ সেপ্টেম্বর ৯ম বারের মত পর্দা উঠবে প্রাণ ফ্রুটিকস ইলিশ উৎসব ২০১৭।

৭ দিনব্যাপি ইলিশ উৎসবে রয়েছে নানা আয়োজন।

ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব হরুন আল রশীদের পরিকল্পনায় এ বছরও উৎসবের মাধ্যমে ৮ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হবে।

এরা হলেন সদ্য জনপ্রশাসন পদক পাওয়া জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.এএসম দেলওয়ার হোসেন,অতিরিক্তে জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাসুদ হোসেন,জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী,চাঁদপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায় ইলিশ উৎসবে সংবর্ধিত হবেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভারে মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি থাকবেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এমপি। দেশাত্মবোধক সঙ্গীত ও ইলিশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে ৭ দিনব্যাপি চতুরঙ্গ প্রাণ ফ্রুটিকস ইলিশ উৎসবের সূচনা হবে।

প্রথমদিন বিকেল সাড়ে ৫টায় ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শিশু একাডেমী চাঁদপুুর জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাত ৮ টায় রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড.বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়াম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোটা. মো.শবে বরাত,বিজয় মেলার চেয়াম্যান অ্যাড.মো.জহিরুল ইসলাম।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ২: ৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Share