Home / উপজেলা সংবাদ / কচুয়া / কাজী মোস্তফা কামাল কচুয়ার সফল সংগঠক
সংগঠক
কাজী মোস্তফা কামাল

কাজী মোস্তফা কামাল কচুয়ার সফল সংগঠক

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের সর্ব দক্ষিণ গ্রামের নাম পিপলকরা। এ গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কাজী মোস্তফা কামাল। তৎকালীন ১৯৮০ সালে কচুয়ার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেও ভালো কোনো চাকরির পিছনে না গিয়ে এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে নিতে বিভিন্ন সংগঠনের হাল ধরেন তিনি।

কাজী মোস্তফা কামাল পিপলকরা গ্রামের এক পল্লী নিভৃতে জম্মগ্রহন করেন। তাঁর প্রয়াত বাবা কাজী আব্দুল আজিজ। কাজী মোস্তফা কামাল একজন দক্ষ সংগঠক হওয়ায় এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তুলেন। তিনি বর্তমানে পিপলকরা সমাজকল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি, পিপলকরা উত্তরপাড়া কাজী বাড়ির জামে মসজিদের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

এসব সংগঠনের মাধ্যমে প্রায় ৩ যুগেরও বেশি এলাকার গরীব,অসহায়,স্বামী পরিত্যক্তা,মানুষের কল্যাণে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দিবস পালন,নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ,বৃক্ষ রোপণ,মৎস্য চাষ,সেলাই মেশিন প্রশিক্ষনসহ নানান সামাজিক কাজে সহযোগিতায় করে পুরো কচুয়া তথা চাঁদপুর জেলা জুড়ে একজন সংগঠক হিসেবে তাঁর ব্যাপক সুনাম ও পরিচিতি রয়েছে। বিশেষ করে বিভিন্ন সামাজিক কাজ এগিয়ে নেয়ায় বিভিন্ন সময়ে তিনি পুরস্কৃত হয়েছেন এবং পেয়েছেন বেশকিছু সন্মাননা পদক।

পালগিরি স্টুডেন্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান জামশেদ বলেন, কাজী মোস্তফা কামাল কচুয়ার সংগঠনের প্রাণ। তিনি বিভিন্ন সময় সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও নানান সহায়তা পেতে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন।

বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কাজী মোস্তফা কামাল বলেন, ১৯৮৭ সন থেকে এ পর্যন্ত এলাকা তথা কচুয়ার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলি। অবহেলিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করার জন্য মূলত আমরা সংগঠন করি। সংগঠন করেই বাকি জীবন কাটাতে চাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু