চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৬৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪শ ২১ জনের। নভেম্বরের ১৮ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১শ ৬ জনের। গত মাসে ডেঙ্গুতে ১শ ৩৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে,এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এ সংখ্যা ১২ হাজার ২শ ৯৯। তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এ বয়সী ৪১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয়,এ সংখ্যা ১৭ হাজার ৩শ ৯। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৬শ ১ ।
দু সিটি কর্পোরেশনের বাইরে তৃতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোয়। এসব হাসপাতালে ১৪ হাজার ৩শ ৯২ রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১শ ৮৪ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭০ জনের।
চাঁদপুর টাইমস রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪
এজি