চাঁদপুরে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। চলতি সপ্তাহে চারদিনের ব্যবধানে ৯ জন থেকে লাফিয়ে শনাক্তের সংখ্যা ৮৭ জনে এসে পৌঁছে।
এ জেলায় করোনা শনাক্ত হয় ৯ জন, শনাক্তের হার ছিলো ৯.৬৭ শতাংশ। শনিবার শনাক্ত হয়েছে ২৮ জন,শনাক্তের হার ছিলো ১৯.৪৪ % । রোববার শনাক্ত হয়েছে ৩৪ জন, এদিন শনাক্তের হার ছিলো ২৫ %। সোমবার শনাক্ত হয় ৪৮ জন, এদিন শনাক্তের হার ছিলো ২১.৮১ %। আর মঙ্গলবার শনাক্ত হয় ৮৭ জন।
এদিন ৩৫২ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করে ৮৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৪.৭১%। এই চিত্রই বলে দিচ্ছে চাঁদপুরে করোনা সংক্রমণ রেকর্ডের দিকে যাচ্ছে।
মঙ্গলবার যে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ৬১ জনই চাঁদপুর সদর উপজেলার। বাদবাকীরা হচ্ছে ফরিদগঞ্জে ৭ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব দক্ষিণে ৮, হাজীগঞ্জে ৩ জন ও হাইমচরে ৪ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
বার্তা কক্ষ ,
১৯ জানুয়ারি ২০২২,
এজি