বিশ্বে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৫৭২ জন । মারা গেছেন ৯ হাজার ৯৯৯ জন। ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমেছে।
করোনাভাইরাস বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শুক্রবার ২০ আগস্ট বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৫৭২ জন,মারা গেছেন ৯ হাজার ৯৯৯ জন এবং এ রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ লাখ ১০ হাজার ৩৪৯ জন।
আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ৯ হাজার ২৭৫ জন, মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ১৫ জন এবং সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা কমেছে ৩১ হাজার ৭৬৮ জন।
ওয়ার্ল্ডোমিটর্সের তথ্য অনুযায়ী,শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ১০৮ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের।
অন্যদিকে,একই দিন ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে মারা গেছেন ১ হাজার ৩৪৮ জন মানুষ এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪ জন।
বার্তা কক্ষ , ২১ আগস্ট ২০২১
এজি