সংক্রমণ বাড়লেও বিধিনিষেধের বালাই নেই রেডজোনে

সংক্রমণ বাড়লেও খোদ রেড জোনের বাসিন্দারাই উদাসীন। বিধি-নিষেধের বালাই নেই কোথাও। এ নিয়ে উদ্যোগী নয় স্থানীয় প্রশাসনও।

করোনার উর্ধ্বগতির মাঝেও নানা খোঁড়া যুক্তি। সংক্রমণ আর মৃত্যুর তালিকা কমতে যখন বিধি-নিষেধের বলয়ে এগুচ্ছে দেশ তখনও অনেকের কাছেই করোনা তাচ্ছিল্লের শব্দ।

বিশেষ করে উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা ১২টি জেলার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগের মধ্যেই নেই সচেতনতা। আগের নিয়মেই চলছে পথ-ঘাট, দোকান-পাট। ভিড়ভাট্টাও রয়েছে বাজারে বাজারে।

অথচ গত বছর শুধু জানুয়ারিতে এই জেলাগুলোতে করোনার হানা থাকলেও মাত্রা ছিল সহনশীল। আর চলতি বছর একই মাসে সে মাত্রা ছাড়িয়ে গেছে বহুগুণ। কিন্তু কেন এমন পরিস্থিতি?

দেখা গেছে, উচ্চ সংক্রমণ ঝুঁকির বেশির ভাগ জেলা সীমান্তবর্তী, পর্যটন ও বাণিজ্যিক এলাকা। স্থানীয়রা ছাড়াও সেখানে সব শ্রেণির মানুষের যাতায়াত স্পষ্ট। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাগাদা দেয়া হলেও ভ্রুক্ষেপ নেই অধিকাংশের।

চিকিৎসা বিজ্ঞানী ও স্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. লিয়াকত আলী জানান, রেডজোন করে নয়, সংক্রমণ স্থানগুলো চিহ্নিত করতে হবে গুচ্ছ পদ্ধতিতে। এরপর সেখানে বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান।

যদিও জনবসতি আর গুরুত্ব বিবেচনায় এই ১২ জেলার মধ্যে ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি।

Share