‘ষড়যন্ত্রেই বাড়ছে হাসিনা খালেদা দূরত্ব’

চাঁদপুর টাইমস, ঢাকা:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। কিন্তু বিশেষ মহলের ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে এবং গণতন্ত্র রক্ষা করতে হবে।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত।’

রিপন দাবি করেন, ‘বিশেষ মহলের উসকানিতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে বিভাজন সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেছেন। তার ওই মন্তব্য, এ ধরনের পর্যবেক্ষণ দুঃখজনক-উদ্বেগজনক। মামলাটি যেহেতু বিচারাধীন, তাই এরকম বক্তব্যে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘২১ আগস্টের ঘটনা ন্যাক্কারজনক, বেদনাদায়ক ও বর্বরোচিত। এখনো বিএনপি এই ঘটনার নিন্দা জানাচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই মামলার বিচার শুরু হয়েছে। তদন্ত চলমান ছিল। এখনও আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এ ধরনের বর্বোরচিত ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচারের জন্য বিএনপির ভিন্ন মত নেই। ইস্যুটি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা দুঃখজনক।

আওয়ামী লীগের নেতকর্মীদেরকে উদ্দেশ্য করে রিপন বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্ট নিয়ে আমরা একে অপরের উপর পাল্টা অভিযোগ করি। ফলে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা পার পেয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত একে অপরের প্রতি পাল্টা অভিযোগ না করে একত্রিত হয়ে কাজ করা। কারণ, পাল্টা অভিযোগের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে কেউ লাভবান হব না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুব বিয়ষক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।

Share