Home / চাঁদপুর / ষোলঘর উবি’র শিক্ষার্থীদের সাথে নিসচার সচেতনতামূলক সভা
Nischa chandpur

ষোলঘর উবি’র শিক্ষার্থীদের সাথে নিসচার সচেতনতামূলক সভা

আগামি ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে চাঁদপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দিনব্যাপি কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (৯ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের ষোলঘর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক এমএ লতিফ।

নিসচার সদস্য মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখোন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নঈম উদ্দিন খান। নিরাপদ সড়ক বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশদ আলোচনা করেন সংগঠনের সদস্য সচিব ও প্রশিক্ষক শেখ মহিউদ্দিন রাসেল। তিনি শিক্ষার্থীদের রাস্তায় ও বিভিন্ন যানবাহনে চলাচলে সকল নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও সংগঠনের চাঁদপুর জেলা শাখার সদস্য মোঃ শাহআলম, রুমা সরকার, নাহিদা সুলতানা সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৭ দিনব্যাপি কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও অনুরূপ সভা অনুষ্ঠিত হবে।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৬:০৩ পিএম, ০৯ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply