সারাদেশ

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশির্বাদ : বার্নিকাট

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ দেখতে এসে বলেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশির্বাদ।

পুরাকৃর্তির নিদর্শন রয়েছে এ মসজিদে। মসজিদটি সংস্কার করে এর পুরানো রুপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ঐতিহাসিক এ মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে তিনি মন্তব্য করেন ।

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জেলার সদর উপজেলায় স্প্রিং-বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন এসে ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউএসএআইডি মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রতœতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। (ইত্তেফাক )

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১৭ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এজি/এইউ

Share