ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে: জেলা আমির

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর শুক্রবার বিকেলে বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, বিগত জালিম সরকারের সময় দেশের মানুষগুলো যেন কারাগারের ভিতরে ছিল। তাদের যত অন্যায়, অবিচার আর দুঃশাসন মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, তবুও তাদের বিরুদ্ধে কোন কথা বলা যেত না। তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলনকে চিরতরে নির্মূল করে দিতে চেয়েছিল। তারা আমাদের এক পথ বন্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ দশ পথ খুলে দিয়েছেন। যার ফলে তাদের ফয়সালা ব্যর্থ হলো, আল্লাহর ফয়সালাই এই জমিনে প্রতিষ্ঠিত হলো। পরাজয়ের পর থেকেই তারা নানারূপে ফিরে আসার চেষ্টা করছে। সর্বশেষ, আপনারা দেখেছেন তারা ভারতীয় ‘র’ এর এজেন্ট ইসকন হিসেবে ফিরে এসে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়েছে। তাই এসব ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান।   

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ শাহরাস্তি আসনের প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর মাও. মীর হোসাইন, বর্তমান আমীর মো: কলিম উল্লাহ ভূঁইয়া, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুজাম্মেল হোসেন মজুমদার পরান, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা শরীফ হোসাইন পাটওয়ারী, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলনা আবু জাফর ছিদ্দিকী।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা আ.ন.ম মাহবুব এলাহী, মাওলনা আবু তাহের, ডা. আবদুল মজিদ, সাইফুল হোসেন মোল্লা প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,৮ নভেম্বর ২০২৪

Share