বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে আবারও প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক (নারী) নির্বাচিত হয়ছেন কুমিল্লার মুরাদনগর উপজেলায় নির্বাচিত হয়েছেন দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়ছেন পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল।
রবিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) গুনী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে প্রধান ও সহকারী শিক্ষকদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে মোহাম্মদ ফয়সালকে ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শারমিন ফাতেমাকে শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান।
এব্যাপারে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী প্রধান শিক্ষক মোহাম্মদ ফায়সাল বলেন, যে কোনো বিষয়ে স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয়। আমার দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি, ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই। আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী সহকারি শিক্ষক শারমিন ফাতেমা বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমাদের স্কুলের প্রধান শিক্ষক সহ সবার সহযোগিতায় আমি গুনী শিক্ষকের মর্যাদা পেয়েছি। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আমার এই অর্জন অক্ষুন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবিষয়ে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমরা শিক্ষকদের ইনফ্লুয়েন্স করার জন্য মূলত এই আয়োজন। যাতে শিক্ষকদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা বাড়ে। মুরাদনগরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী সহকারি শিক্ষক শারমিন ফাতেমা এর আগেও স্থানী পর্যায়ে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ পেয়েছেন এবং জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur