খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে হার এড়াতে ব্যাটিংয়ে বাংলাদেশ

লড়াইটা করে যাচ্ছে বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে লড়াইটা চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক ও লিটন দাস। ৫০ রানের জুটি গড়ে পঞ্চম দিনের প্রথম সেশনে কিছুটা হলেও প্রতিরোধ গড়েছেন এই দুই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩১।

এখনো ৭০ রানে পিছিয়ে দল। মুমিনুল তাঁর প্রথম ইনিংসের ফর্মটা ধরে রেখেছেন। আপাতত ৪৩ রানে অপরাজিত তিনি। ৭০ বলে ২টি বাউন্ডারিতে সাজানো এই ইনিংস বাংলাদেশকে ভরসা দিচ্ছে। ভরসা জোগাচ্ছে লিটনের ব্যাটিংও। মুমিনুলকে দারুণ সঙ্গ দিচ্ছেন। আত্মবিশ্বাসীও দেখাচ্ছে তাঁকে। ২১ রানে অপরাজিত আছেন ৪১ বলে।

চতুর্থ দিনে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে। ২০০ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপর্যয়। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। তামিম ৪১ রানে ফেরেন। ইমরুল ও মুশফিক ফেরেন যথাক্রমে ১৯ ও ২ রানে। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ, লক্ষ্মণ সানদাকান ও দিলরুয়ান পেরেরা ১টি করে উইকেট নেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০৫ এ.এম, ০৪ ফেব্রুয়ারি২০১৮,রোববার।
এএস.

Share