কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ২০২২ সালের আলিম পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি নূরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও অধ্যাপক শাহীন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নাছির উদ্দিন প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ দেওয়ান মোঃ ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ রাছেল মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য আফাজ উদ্দিন মানিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম মিয়া, মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ কবির হোসাইন, সাবেক অভিভাবক সদস্য মো. আবুল বাশার বা”চু বকাউল,পরীক্ষার্থী মোঃ আব্দুর রহিম ও তাবা”ছুম আনিকাসহ আরো অনেকে।আলোচনা শেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন, ক্বারী মাওলানা মোস্তফা আনোয়ারী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur