বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫ ১০:০১ অপরাহ্ন
কবিতা
.
শ্রাবণের ধারা ঝরছে অঝোরে
আকাশের মুখ কালো
ঝিঁ ঝিঁ আর ব্যাঙ ডাকেরে
কোথাও নাই আলো।
.
ঘরের কোণে বসে ভাবি
হিমেল হাওয়া বাইরে
এমন দিনেএকলা ঘরে
প্রাণের সাথী নাইরে।
.
মাধবী বনে ভিজে হাওয়া
মনটা উদাস করে
টিনের চালে মধুর সুরে
বৃষ্টি যখন ঝরে।
.
ফুলের সুবাস মিইয়ে গেছে
ভাসে না আর বাতাসে
ঘন ঘন বিজলী ডাকে
দূর কালো আকাশে।
.
আকাশ ভেঙে নেমেছে ধারা
কে থামাবে তারে
এমন দিনে পারা পারের মাঝি
নৌকা ও নাই পাড়ে।
.
থেকে থেকে দমকা হাওয়া
দারে আঘাত হানে
একা একা মনটা উদাস
বৃষ্টির ঝিরি তানে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।