চাঁদপুর

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকিতে চাঁদপুরে আলোচনা সভা

জাতীয় শ্রমিক লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখা শ্রমিক লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, জাতীর পিতা শেখ মজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার পর যারা স্বধীনতাকে মেনে নিতে পারেনা,তারাই দেশটাকে নিয়ে বিভিন্ন ষঢ়যন্ত্র শুরু করছে। যখন তারা দেখলো জাতির পিতা তার সিদ্ধান্তে অটল, তখনই তারা জাতির পিতাকে হত্যার ষঢ়যন্ত্র চালায়। এমনি ভাবে বিভিন্ন ষঢ়যন্ত্রের মাধ্যমে তারা জাতির পিতাকে হত্যা করে। তাকে হত্যা করার পর দীর্ঘ ২১ বছর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, নির্বাচনে আমরা তাকে দীর্ঘ ৩৫ বছর পর চাঁদপুর থেকে তাকে ৩টি আসন উপহার দিতে পেরেছি। এজন্য তিনি আমাদেরকে মন্ত্রী উপহার দিয়েছেন। আর সে মন্ত্রী চাঁদপুরের নদী ভাঙ্গন রোধসহ বিভিন্ উন্নয়ন মূলক কাজ করেছেন। এখন আমাদের দায়িত্ব সমস্ত ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে চাঁদপুর থেকে তাকে ৫টি আসন উপহার দিয়ে আবারো তাকে বিজয়ী করা। বড় দলের মধ্যে মান অভিমান থাকবে কিন্তু শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করতেই হবে।

চাঁদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে ও সহসভাপতি মাহাবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহআলম মিয়া, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক ইউসুফ আলী মাঝি, শহর শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহআলম মিজি পুটন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিজি, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, জেলা সিএনজি শ্রমিক লীগের সভাপতি কাজী শাহরীয়ার হোসেন ফারুক, সাধারন সম্পাদক সলিম গাজী, জেলা মোটর যান শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন গাজী, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি আবদুল আলিম, মতলব দক্ষিন উপজেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদিকা শিলা মনি। এ সময় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ০৫:০৩ পিএম, ১২ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Share