Home / জাতীয় / দেশের কর্মক্ষেত্রে ১০ বছরে ৪ হাজার ৬শ’ শ্রমিক নিহত
garments-1
প্রতীকী ছবি

দেশের কর্মক্ষেত্রে ১০ বছরে ৪ হাজার ৬শ’ শ্রমিক নিহত

বেসরকারি প্রতিষ্ঠান সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির এক জরিপে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ১০ বছর ১০ মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৪ হাজার ছয়শ শ্রমিক নিহত হয়েছেন।

অগ্নিকান্ডে নিহত হয়েছেন ৫শ’৫৬ জন। এর মধ্যে বেশি নিহত হয়েছেন ২০১৩ সালে। ওই সময় ১,১১১ জন শ্রমিক নিহত হন।

সোমবার (২১ নভেম্বর ) রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সন্মেলেনে এ তথ্য জানানো হয়।

এ সময় কর্মক্ষেত্রে শ্রমিকদের ক্ষতিপূরণে একক মানদন্ড যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং দুর্ঘটনার দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরা হয় সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির পক্ষ থেকে।

শ্রমিক নেতা ওয়াজেদ ইসলাম খান ছাড়াও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ এএম, ২২ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
এজি/ডিএইচ

Leave a Reply