চাঁদপুর

বড়ই আক্ষেপ : সহকর্মী শ্রমিক নেতারা কেউ পাশে নেই

মিজানুর রহমান রানা | আপডেট: ০৭:৩৬ অপরাহ্ণ, ০৯ আগস্ট ২০১৫, রোববার

লোকটার নাম রহিম ভূঁইয়া। পেশায় একজন সিএনজি-অটো শ্রমিক। দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করেন তিনি। তারপর রাতে ঘুম।

সকালে উঠেই তিনি দেখেন তার পা দুটো অবশ অচল। কিংকর্তব্যবিমূঢ় তিনি। কী করবেন বুঝতে পারছেন না। অবশেষে পরিবারের লোকজন ধরাধরি করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সদর হাসপাতালের ২য় তলার মেডিসিন বিপু-৪ নং বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। তার পাশে শ্রমিক নেতাদের কেউ নেই, নেই খোঁজ খবর নেওয়ার কেউ। কীভাবে চলবে তার চিকিৎসা, এই ভাবনায় অস্থির।

তবে কেউ না থাকলেও তারই সহকর্মী আলী আব্বাস মজুমদার, খলিল গাজী, আবু তাহের মিজি, আবু ও জাহাঙ্গীর গাজী এসেছেন তাকে দেখতে।

অসুস্থ রহিম ভূঁইয়ার পিতার নাম নূরুজ্জামান ভূঁইয়া, গ্রাম মানোরা, শাহরাস্তি, চাঁদপুর জেলা। তিনি অসুস্থ শরীর নিয়ে এ প্রতিবেদককে জানালেন, ‘শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্যের নামে বিশ হাজার টাকা করে বরাদ্দ থাকলেও অসুস্থ এমনকি মৃত্যু হলেও তা পাওয়া যায় না। কোনো শ্রমিক অসুস্থ হলে তাকে দেখতে কেউ যায় না। বিষয়টি অত্যন্ত অমানবিক।’

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share