চাঁদপুর

শ্রমিকদের কখনোই অবহেলার চোখে দেখবেন না : এসপি শামসুন্নাহার

পরিবহন মালিকদের উদ্দেশ্যে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘শ্রমিকদের কখনোই অবহেলার চোখে দেখবেন না। তারাও কিন্তু আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। আপনাদেরকে মনে রাখতে হবে যে, এই শ্রমিকরাই কাজ করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

‘দুনিয়ার মজদুর, এক হও’ এ শ্লোগানে মহান মে দিবসে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (১ মে) সকালে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকদের অংশগ্রহনে শহরের পৌর বাস টার্মিনাল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন মে দিবস। এ দিনটির মর্ম আমাদেরকে বুঝতে হবে। যারা শ্রমিক রয়েছেন আপনাদেরকে বুঝতে হবে আমরা সবাই কিন্তু শ্রমিক। আপনারা হয়তো মালিকের হয়ে কাজ করেন, আর আমরা সরকারের কর্মচারী হয়ে কাজ করে বেতন পাই। আপনারা মালিকের কাজ করে টাকা পান। আপনাদের সাথে আমাদের অনেক মিল রয়েছে, কারণ আমরা সবাই কাজ করে ভাত খাই। তাই আমরাও কিন্তু আপনাদের মতোই শ্রমিক।’

গাড়ি চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা প্রতিদিন নিয়মিত গাড়ি চালান আপনাদেরকে খুব মনোযোগ সহকারে সর্তকতার সাথে গাড়ি চালাতে হবে। কারন অসাবধনতার কারনেই অনেক দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ঘটনা ঘটে। আপনাদেরকে মনে রাখতে দুর্ঘটনা এড়াতে হলে সতর্কতার সাথে গাড়ি চালাাতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিবহন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর আঞ্চলিক শ্রম পরিচালকের পক্ষে বক্তব্য রাখেন শাহনাজ বেগম।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজির সভাপতিত্বে ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ- সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সিএনজি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার, মাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম, সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share