বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান বিজয় দিবসের গৌরবময় ৫২ বছর উদযাপন করেছে চাঁদপুরবাসী। মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের এই দিনটিতে বাঙালী জাতির বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে গোটা জেলাবাসী।
নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সারা দেশের ন্যায় চাঁদপুরেও যথাযথ মর্যদায় দিবসটি উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার সকালে সকল শ্রেণী পেশার মানুষ চাঁদপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্য অঙ্গীকার পাদদেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জীবিত জেলাবাসী দিবসটি উদযাপন করে অন্য রকম অনুভূতি নিয়ে।
শীত উপেক্ষা করে ভোরের সূর্য ওঠার আগেই হাতে ফুল, মাথায় বিজয় দিবস লেখা ব্যান্ড, জাতীয় পতাকা নিয়ে সর্বস্তরের মানুষ ভোর থেকেই অঙ্গীকার পাদদেশের সামনে সমবেত হতে থাকে।
প্রথমেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ স্থানীয় আওয়ামী লীগে নেতারা। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, চাঁদপুর জেলা পরিষদের পক্ষে চেয়ারমান ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়, গনপূর্ত বিভাগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, বিএমএ চাঁদপুর, স্বাচিব চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা, জেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর সদর ও পৌর যুবলীগ, ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর আনসার ও ভিডিপি কার্যালয়, সদর ও পৌর মহিলা আওয়ামী লীগ, পরিবেশ অধিদপ্তর, জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর সাহিত্য একাডেমি ও চাঁদপুর প্রেসক্লাব।
এরপর জেলার সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দলও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা এবং চাঁদপুর সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করা হয়।
কচুকাওয়াজের পর শিশু কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম,১৬ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur