Home / সারাদেশ / শ্রদ্ধাহীন কেটে গেলো চাঁদপুরের কালাম, খালেক, সুশিল ও শংকর দিবস
চাঁদপুরের কালাম

শ্রদ্ধাহীন কেটে গেলো চাঁদপুরের কালাম, খালেক, সুশিল ও শংকর দিবস

করোনা ভাইরাসের করণে নিরবে কোনোরূপ শ্রদ্ধা কিংবা আয়োজন ছাড়াই কেটে গেল চাঁদপুরের প্রথম শহীদ কালাম, খালেক, সুশিল ও শংকর দিবস।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় চাঁদপুরের প্রথম শহীদ হন কালাম, খালেক সুশিল ও শংকর। পাক হানাদার বাহিনীকে প্রতিহত করতে তারা চাঁদপুর শহরের ট্রাক রোডের পোদ্দার বাড়িতে একটি পরিত্যাক্ত ঘরে বসে বোমা তৈরি করছিল। এসময় হাত থেকে ফসকে বোমা পরে গিয়ে বিস্ফোরন হয় ১৯৭১ সালের ৩রা এপ্রিল।আর তখনই কালাম, খালেক, সুশিল ওশংকর শহীদ হন। আরো পড়ুন- হঠাৎ ঝড়ে চাঁদপুর ও হাইমচরে ব্যাপক ক্ষতি

চাঁদপুরে প্রথম শহীদ এ চার যুবকের নামে স্মৃতি সংসদ করা হয়। বর্তমানে বিশ্ব ব্যাপী মরন ব্যাধী করোনা ভাইরাসের কারনে এবছর দিবসটি পালিত হয়নি। শহরের ট্রাক রোডের যে স্থানে কালাম, খালেক, সুশিল ও শংকরের স্মৃতি স্হম্ভটি অযন্ত আর অবহেলায় পরে রয়েছে। এখানে আশপাশের বাসা বাড়ির মানুষ কাপড় চোপড় শুকাচ্ছে, সন্ধ্যার পর গাজার আসর বসাচ্ছে নেশাগ্রস্থ যুবকরা। আজকের এদিনটিতে করোনার কারণে কেউ এ চার শহীদের খোজ নেয় নি।

প্রতিবেদক:  আশিক বিন রহিম , ৪ এপ্রিল ২০২০