মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর সকাল আটটায় চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের নেতৃত্বে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদানে অংশগ্রহণে করেন চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গণি, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক অধ্যাপক ওয়ালিদ হোসেন খান এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সিনিয়র করেসপন্ডেন্ট ,
২১ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur