Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে বিধবার অর্ধশত গাছ কেটে ফেলার অভিযোগ
tre cutting

শাহরাস্তিতে বিধবার অর্ধশত গাছ কেটে ফেলার অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক অসহায় বিধবার অর্ধশত গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন দাদিয়াপাড়া গ্রামের মাইজবাড়িতে গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

দাদিয়াপাড়া মাইজ বাড়ির মৃতঃ আব্দুল মমিনের স্ত্রী সুফিয়া বেগম দাবি করেন, , পৈত্রিক সম্পত্তি পাওয়ার অজুহাতে একই বাড়ির মৃতঃ সিদ্দিকুর রহমানের পুত্র আব্দুল কাদের (৫০), মোঃ সিরাজুল ইসলাম (৫৬) ও মোঃ মমতাজুল ইসলাম (৬০) গংরা বহিরাগত ৪০/৫০জন সন্ত্রাসী দিয়ে আমার বসত ঘরের উঠানে জোর পূর্বক গাছ কেটে ফেলে। তাদের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চেষ্টা করে।’

তিনি নিজেকে অসহায় ও বিধবা দাবি করে বলেন, ‘বাড়িতে কোন পুরুষ লোকও নেই, অছেলেরা বাড়িতে থাকে না। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।’

ওই বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে থাকা আম, সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির ফল ফলাদি প্রায় ৫০টি গাছ তারা কেটে ফেলেছে।

এতে ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করা হয়।

একই বাড়ির মৃতঃ হাজি ছলিম উদ্দিনের পুত্র নুরুল ইসলাম জানান, ‘বহিরাগত সন্ত্রাসীরা ইউপি সদস্য বিল্লালের উপস্থিতিতে গাছ কাটা শুরু করে। জনপ্রতিনিধি হিসেবে এ কাজটি ঠিক করে নাই।’

সুফিয়া বেগমের পুত্র মাসুদ জানান, ‘আমরা বাড়িতে থাকি না, প্রতিপক্ষরা লোকবল দিয়ে আমাদের গাছ কেটে ফেলেছে। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার জীবনের নিরপত্তা হীনতা ভূগছি। আমার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করছি।’

এবিষয় অভিযুক্ত ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে এটা সম্পন্ন ভিত্তিহীন। আমি গাছ কাটার অনুমতি দেই নাই। একটি কলা গাছ কাটার অনুমতি দেয়ার ইখতিয়ার আমার নেই। তিনি আরও বলেন, যারা বহিরাগত লোক ধারা এ গাছ কর্তন করেছে এটা ঠিক হয়নি। আমরা দু’পরিবারের মাঝে সমস্যা সমাধানের জন্য ১৫/২০ দিন পূর্বে পারিবারিক বৈঠকে বসে সমাধানের চেষ্টা করেছি।’

শাহরাস্তির (খিলা ফাঁড়ির) পুলিশ পরিদর্শক মুন্সি আশফাকুল ইসলাম জানান, ‘এ নিয়ে এখনও তিনি অভিযোগ পয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে আব্দুল কাদের গংয়ের পরিবারের সদস্যরা জানান, ‘আমরা তাদের কাছ থেকে ৪ শতক জায়গা পাবো। এ কারণে আমরা গাছ কেটেছি। গাছ কেটে আমরা অপরাধ করেছি। আইনে যা হবে আমরা তা মেনে নিবো।’

মোঃ মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ ৯ : ৪৩ এএম, ১৩ নভেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply