উঠতি কবি শ্যামল মাওলা। নিজেকে একতা ঘোরের মধ্যে রাখে সারাক্ষণ। এই ঘোরটা একটা মেয়েকে নিয়ে। সুন্দরী এই তরুণী চোখের সামনে ভাসে। প্রায়ই কথা হয় তার সঙ্গে।
তরুণীর নাম ছায়াছন্দ। কবি তাকে ছন্দ বলে ডাকে। কথায় কথায় ছন্দর সঙ্গে প্রেম জমে যায়। এর মাঝে শ্যামল মওলার বিয়ে ঠিক হয়ে যায়। ছন্দকে বিয়ের কথাটা জানায়। ছন্দ বলে, বিয়েটা করে ফেলো। কবি বিয়ে করে ফেলে। বিয়ে করে মালা নামে এক তরুণীকে।
গল্পটা ‘প্রেম মানবী’ নাটকে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রভা। ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল সৈকত, আফরোজা হোসেন প্রমুখ।
এপ্রসঙ্গে প্রভা জানান, গল্পটা বেশ ভালো লেগেছে। আর শ্যামলের সাথে আমার রসায়নটা বেশ ভালোলাগে। আশাকরি নাটক দুটো সবার ভালো লাগবে।
১৫ ফেব্রুয়ারিতে রুপগঞ্জ এলাকায় নাটকটির শুটিং শুরু হয়। শেষ হয়েছে ১৮ ফেব্রুয়ারি।
একই সঙ্গে শ্যামল মওলা ও প্রভাকে নিয়ে ‘প্রকৃতি ও প্রিয়া’ নামে আরেকটি নাটক নির্মাণ করেছেন ইরানী বিশ্বাস।
নাটক দুটি শিগগিরই একটি স্যাটেইলাট চ্যানেলে প্রচার হবে।
আপডেট : ০১:০০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur