শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচা শ্বশুর ফারুক তালুকদারের টচ লাইটের আঘাতে ভাতীজা বৌ কুহিনূর আক্তারের (৩৭) হাত ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নওগাঁও গ্রামের তালুকদার বাড়ীতে শনিবার এ ঘটনাটি ঘটেছে। এঘনায় মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
এলাকাবাসী সূত্র জানা গেছে গত কয়েকদিন আগে হাসানাত মিয়াজীর প্রাইমারি স্কুলে পড়ুয়া ছেলে নাহিদ ও ফারুক পাটোয়ার ছেলে নজরুলের মধ্যে কথা-কাটাকাটি তা দেখে বিষয়টি প্রবাসী লিটন তালুকদারের ছেলে ইব্রাহিম তাদের বাড়ীতে এসে তার মা কোহিনুর বেগমকে জানায়। কুহিনূর বেগম বিষয়টি তার চাচা শ্বশুর মোঃ ফারুক তালুকদারকে অবহিত করা হলে উল্টো তার প্রতি ক্ষিপ্ত হয়ে ফারুক তালুকদার হাতে থাকা টচলাইট দিয়ে ভাতীজার স্ত্রী কুহিনূর বেগমকে প্রহার করতে থাকে। ডাক চিৎকার দিলে তার ছেলে ইব্রাহিম এগিয়ে আসলে ফারুক তালুকদার ও তার স্ত্রী ফাতেমা বেগম এবং ছেলে নজরুল ইসলাম মা ও ছেলের উপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয় লোকজন এসে কুহিনুর বেগম ও তার ছেলে ইব্রাহিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ফারুক তালুকদারের টচলাইটের আঘাতে কোহিনুর বেগমের ডানহাত ভেঙে যায়। সরজমিনে গিয়ে আরো জানা যায় ফারুক তালুকদার ও স্ত্রী ফাতেমা বেগম বাড়ির একাধিক লোকের সাথে বিভিন্ন সময়ে মারপিট করে জখম করেছে। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পায় না।
এ ব্যাপারে থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে বলে জানান আহত কুহিনূর বেগম। ফারুক তালুকদাররে সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা না বলে চলে যান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur