Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে জঙ্গিবিরোধী সভা
শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে জঙ্গিবিরোধী সভা

শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে জঙ্গিবিরোধী সভা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজে জঙ্গিবিরোধী সভা শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক রবীশ্বর কর্মকার।

প্রভাষক তওহিদ হোসেনের পরিচালনায় সমাবেশে প্রভাষক মাহমুদা জেসমিন, আতাউর রহমান, সহকারী শিক্ষক আবুল মানছুর, শাহাদাত হোসেন মাসুদ, শাহজালাল, নাছির উদ্দিন, শরীফ হোসেন, ওমর ফারুক, রনী আচার্যী সহ এলকার বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

বক্তাগন দেশে জঙ্গি তৎপরতার বিরোদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে এবং যার যার অবস্থান থেকে জঙ্গী তৎপরাতা রোধে উপস্থিত অভিভবকদের আহ্বান জানান।

[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2016/07/Ab-Siddik.jpg” ] প্রতিবেদক- এবি সিদ্দিক, ফরিদগঞ্জ উত্তর করেসপন্ডেন্ট [/author]

Leave a Reply