উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব স্বরসতী পূজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার অগণিত ভক্ত মাঘমাসের পঞ্চমী তিথিতে বিদ্যা জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী স্বরসতীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করে।
বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে প্রতিমার বহর নিয়ে আয়োজকদেরকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়।
সন্ধ্যার পর শুরু হয় আনন্দ শোভাযাত্রা। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে পুজারীরা তাদের প্রতিমা নিয়ে এ আনন্দ শোভাযাত্রায় যোগ দেয়। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, জেলা জন্মষ্টমি উদযাপন কমিটির সভাপতি গোপাল সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, ও সদর থানার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশিল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী প্রমুখ।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur