ফরিদগঞ্জে পৃথক পৃথক আয়োজনে শোক দিবস পালিত

ফরিদগঞ্জে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করেছে।

১৫ আগস্ট রোববার সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে ইউএনও শিউলী হরির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশ্রাফ আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, তদন্ত (ওসি) মোঃ বাহার মিয়া। পরে ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করেন।

উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আ.লীগের কার্যালয়ের সম্মূখে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়েছে। পরে আ.লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমার আজাদ,জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি এড. নাজমুন নাহার অনি, যুব মহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর মুরালে পুর্স্পবক অর্পণ করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্লাহ তপদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, তদন্ত (ওসি) মোঃ বাহার মিয়াসহ মুক্তিযোদ্ধারা।

একইদিন উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে সিআইপি জালাল আহমেদ এর সমর্থক বৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফরিদগঞ্জ বাজারে লাকী সুপার মার্কেটে এক আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা শাহবুদ্দিন সাবুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সম্পাদক কামাল উদ্দিন পাঠান, পৌর আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার, ৫ নং ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খোকন আখন্দ, ৯ নং ইউনিয়ন আ’লীগ নেতা আবুল খায়ের, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, পৌর শ্রমিক লীগের সভাপতি কাজী কাউছার, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগ নেতা ইমদাদুল হক জয়, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সজিব প্রমুখ।

এদিকে উপজেলা যুবলীগের কার্যালয়ে যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনয় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার।

এ সময় তিনি বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী উন্নত দেশ গড়তে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে। সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া এবং তাবারুক বিতরন করে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ আগস্ট ২০২১

Share