চাঁদপুরে জেলা তথ্য অফিসের পোস্টার বিতরণ

চাঁদপুর জেলা তথ্য অফিস ২০২২ সালের আগামি ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের পোস্টার বিতরণ এর উদ্যোগ গ্রহণ করেছে।

তথ্য মন্ত্রণালয়ের মুদ্রণে ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের গণযোগাযোগ বিভাগ কর্তৃক প্রেরিত চাঁদপুর জেলা তথ্য অফিস ২০২২ এর জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ হাজার পোস্টার বিতণের উদ্যোগ গ্রহণ করে।

জেলা তথ্য অফিস জানিয়েছে , জেলা তথ্য অফিসের উপলক্ষে তথ্য মন্ত্রণালয় কর্তৃক মুদ্রিত ৬শ পোস্টার চাঁদপুরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে । অধিদপ্তরের নির্দেশনা মতে,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনকে আলাদাভাবে অধিদপ্তর থেকে বরাদ্দ দেয়া হয়েছে।’

এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে ও জেলার প্রত্যেকটি স্কুল,কলেজ,মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়েসহ সংশ্লিষ্ট দপ্তরে পোস্টার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সরকারি নির্দেশ মোতাবেক এবার জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা যায় ।

এছাড়াও সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড্ডয়নসহ আরো বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

আবদুল গনি,
চাঁদপুর টাইমস
৯ আগস্ট ২০২২

Share