Home / জাতীয় / চাঁদপুরে জেলা তথ্য অফিসের পোস্টার বিতরণ
SHOK
সংগৃহীত

চাঁদপুরে জেলা তথ্য অফিসের পোস্টার বিতরণ

চাঁদপুর জেলা তথ্য অফিস ২০২২ সালের আগামি ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের পোস্টার বিতরণ এর উদ্যোগ গ্রহণ করেছে।

তথ্য মন্ত্রণালয়ের মুদ্রণে ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের গণযোগাযোগ বিভাগ কর্তৃক প্রেরিত চাঁদপুর জেলা তথ্য অফিস ২০২২ এর জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ হাজার পোস্টার বিতণের উদ্যোগ গ্রহণ করে।

জেলা তথ্য অফিস জানিয়েছে , জেলা তথ্য অফিসের উপলক্ষে তথ্য মন্ত্রণালয় কর্তৃক মুদ্রিত ৬শ পোস্টার চাঁদপুরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে । অধিদপ্তরের নির্দেশনা মতে,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনকে আলাদাভাবে অধিদপ্তর থেকে বরাদ্দ দেয়া হয়েছে।’

এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে ও জেলার প্রত্যেকটি স্কুল,কলেজ,মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়েসহ সংশ্লিষ্ট দপ্তরে পোস্টার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সরকারি নির্দেশ মোতাবেক এবার জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা যায় ।

এছাড়াও সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড্ডয়নসহ আরো বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

আবদুল গনি,
চাঁদপুর টাইমস
৯ আগস্ট ২০২২