Home / জাতীয় / বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শোক
শোক
ফাইল ছবি

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শোক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে শোক জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড.শামসুল আলম।

এক বার্তায় তিনি বলেন,আজ বেদনা বিধুর ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জীবনের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক একটি দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর একটি অংশের বিপদগামী উশৃংখল সদস্য। তাদের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে শাহাদাত বরণ করপন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শপখ কামাল,শেখ জামাল,তাদের স্ত্রীগণ, শেখ রাসেল, কর্নেল জামিলসহ আরো অনেকে।১৫ আগস্ট শহীদ হওয়া সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনা করেন।শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশ গঠনে এগিয়ে যাব,বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায়।আজকের দিনে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন শক্তিশালী হোক এই আমাদের প্রার্থনা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক