বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ আয়োজনে শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্টের এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান।
তিনি বলেন, স্বাধীন এই বাংলাদেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু তার স্ত্রীর গহনা বিক্রি করে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য দিয়ে দিতেন। সেই মহিয়সী নারীকে ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছে।
সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
জোহিদুল ইসলাম রোমান বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মধ্যে দিয়ে জাতিকে কলংকমুক্ত করেছে।। তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতির মধ্যে সীমিত আকারে মুজিব বর্ষ পালন করছি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার ওসি আবদুর রকিব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদুল্লা তফাদার, মুক্তিযোদ্ধা প্রফেসর এম তবিবুল্লা, প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।
এর আগে বঙ্গবন্ধু মুরালের পিতা কেটে উদ্ভোধন করা হয়।পরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ থানা, প্রেসক্লাব, বিআরডিবি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা সাহাদাত হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. জ্যোতিময় ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দৌস্তিদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহীম মিয়া প্রমুখ।
একই দিন ফরিদগঞ্জ পৌরসভা আয়োজিত শোকসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহফুজুল হক।পরে পৌর সভার সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে চাঁদপুর জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর- রশিদ সাগরের উদ্যোগে বঙ্গবন্ধুসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ যোহর ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বিএমএর সাবেক সভাপতি ডা. হারুন অর- রশিদ সাগর, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, বঙ্গবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক হাজী কামরুল ইসলাম সউদ, পৌর আ’লীগের সহ- সভাপতি আব্বাছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, উপজেলা কৃষকলীগের সহ- সভাপতি জহিরুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, পৌর আ’লীগ নেতা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সবুজ, শিক্ষা সম্পাদক শাহাজালাল সুইট, জেলা ছাত্রলীগ নেতা মুন্না তালুকদার, যুবলীগ নেতা জাহিদুল হক মিলন, বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্রলীগ নেতা তানভীর হাছান প্রমূখ।
এছাড়া ফরিদগঞ্জ বাজার তুলাতলি জামে মসজিদ, বাসষ্ট্যান্ড জামে মসজিদ, চর সাফুয়া জামে মসজিদসহ পৌর এলাকার প্রায় সকল মসজিদ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া মিলাদ ও তবারক বিতরন করা হয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৫ আগস্ট ২০২০