স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট রোববার বাদ জোহর চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানেরর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এন ডিসি ও কালেক্টরেট জামে মসজিদের সাধারণ সম্পাদক ইবনে আল জায়েদ হাসান।
মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোশারফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেনারেল হাসপাতালে কর্মরত ডাঃ নোমান হোসেন, চাঁদপুর এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম লালু, মসজিদের মুয়াজ্জিন হাবিব উল্ল্যাহ, চাঁদপুর সরকারি হাসপাতালের হিসাব রক্ষক অলি উল্ল্যাহ, স্থানীয় ব্যবসায়ী গোলাম কিবরিয়া, আনোয়ার হোসাইন সহ স্থানীয় অন্যান্য ব্যবসায়ী ও মুসল্লিগন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur