চাঁদপুরের ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গভর্নিং বডির সদস্য ও ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক শোকবার্তায় আব্বাস উদ্দিন বলেন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান ছিলেন অত্যন্ত গুণী ও সু-দক্ষ শিক্ষক। তিনি কর্মজীবনে সততা ও মেধার সাথে শিক্ষার্থীদের পাঠদান করতেন। মিজানুর রহমানের মৃত্যুতে আমারা হারিয়েছি একজন নিবেদিত প্রানের শিক্ষককে। মৃত্যুকালে উনার বয়স ছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মিজানুর রহমান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিমুল হাছান,২৬ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur