জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শনিবার (২৫ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টা চাঁদপুর স্টেডিয়াম থেকে বিশাল এ আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রার পূর্বে চাঁদপুর স্টেডিয়ামে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সাংসদ ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সভাপতি শরিফ চৌধুরী
শোভাযাত্রার পূর্বে চাঁদপুর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
শোভাযাত্রাটি চাঁদপুর স্টেডিয়াম থেকে বের হয়ে স্টেডিয়াম রোড ও মিশন রোড হয়ে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এরপর মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং পূর্বে হয়ে যাওয়া চিত্রাঙ্কণ, রচনা
আলোচনা সভায় প্রধান অতিথি ডা: দীপু মনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় যারা এতোদিন বঙ্গবন্ধুকে নিয়ে অসত্য বলেছেন তারা এবার তাদের ভূল বুঝতে পারবেন।’
তিনি বলেন সারা বিশ্বে এটি একটি বিরল ভাষণ, বঙ্গবন্ধু এই ভাষনের মাধ্যমে সাধারণ মানুষের ধমনিতে শিহরন জাগিয়ে তুলেছে। জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরেছেন। ১৮ মিনিট ৩১ সেকেন্ডের ভাষনে জাতির জনক ১১শ’ আট শব্দের যে ভাষণ দিযেছেন তা বিশ্বে অন্যতম। এই ভাষণের মাধ্যমেই তিনি বাঙ্গালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন।’
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ০৭ : ০৩ পিএম, ২৫ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur