২১ জেলায় শৈত্যপ্রবাহ : সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

গত কয়েকদিনের মতো আজ রবিবারও ৮ জানুয়ারি ঢাকার আকাশ ঢাকা পড়ে আছে ঘন কুয়াশায়। হিমেল হাওয়ার গতি কিছুটা কমছে। তবে সকাল ১০টা পর্যন্ত হাসেনি সূর্যমামা। ফলে শীতের তীব্রতা কিছুটা কমলেও দাপট কমেনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.বজলুর রশিদ বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ,জয়পুরহাট,পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট,গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, মানিকগঞ্জ,যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি হবে না। দিনের তাপমাত্রা বাড়লে সেটা খুব অল্প সময়ের জন্য হবে।

তিনি বলেন, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই। কুয়াশা খুবই সামান্য পরিমাণে কমলেও তাতে কোনো তাতে ঢাকার আকাশ পরিষ্কার হবে না।

ঘন কুয়াশার কারণে গত কয়েকদিনের মতোই সকালে রাজধানীতে গণপরিবহন কিছুটা কম চলেতে দেখা গেছে। স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে জ্বালাতে দেখা গেছে হেডলাইট।

শনিবার ৭ জানুয়ারি ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বরাবরের মতোই শীতের কারণে বিপাকে পড়েছেন অফিস,স্কুল-কলেজগামীসহ শ্রমজীবী মানুষ। অবর্ণনীয় কষ্ট পেতে দেখা গেছে রাজধানীর ছিন্নমূল মানুষদের।

৮ জানুয়ারি ২০২৩
এজি

Share