Home / আবহাওয়া / শৈত্যপ্রবাহ থাকতেই বৃষ্টির পূর্বাভাস
weather
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

শৈত্যপ্রবাহ থাকতেই বৃষ্টির পূর্বাভাস

রবিবার ২২ ডিসেম্বর যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এখনো কাটেনি শৈত্যপ্রবাহ। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে সারাদেশে শীতের দাপট কমবে। রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। অনুভূত হয় কনকনে শীত।

এদিকে পরবর্তী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন শনিবার বাসসকে জানান, চলতি মাসের ২৫-২৬ তারিখের দিকে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বার্তা কক্ষ , ২২ ডিসেম্বর ২০১৯