আবহাওয়া

শৈত্যপ্রবাহ কমে বাড়বে তাপমাত্রা

রাজশাহী, পাবনা, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলায় বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

(মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৮.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন চুয়াডাঙ্গা ৮.৬ ডিগ্রী সেলসিয়াস।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ০০ এএম, ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার
এইউ

Share