চাঁদপুর

শেয়ার বাজার ধ্বংস করে ৭ লাখ কো‌টি টাকা বিদেশে পাচার : চাঁদপুরে মোকাব্বির

গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি বলেছেন, ‘আজ বাংলা‌দে‌শের ৭ লক্ষ কো‌টি টাকা বি‌দেশে পাচার হ‌য়ে‌ছে। দে‌শের পু‌ঁজি বাজার‌কে ধ্বংস করা হ‌য়ে‌ছে।

১৮ জানুয়ারি শনিবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘গণতন্ত্র উদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তুলুন’ স্লোগানকে সামনে রেখে গণফোরাম চাঁদপুর জেলা পরিষদ আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথিরর বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

গণফোরাম চাঁদপুর জেলা সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

মোকাব্বির বলেন, ‘সংসদে ব‌লে‌ছিলাম দুর্নীতি দমন কর‌তে হ‌লে শীর্ষ দুর্নীতিবাজদের চি‌হ্নিত ক‌রে বি‌শেষ ট্রাইব্যুনাল তৈ‌রি ক‌রে বিচার শুরু ক‌রেন। দে‌শের শীর্ষ ১২ জন‌কে দমন কর‌তে পার‌লে দুর্নীতি ৫০ ভাগ ক‌মে যা‌বে। জা‌তির জনক দুর্নীতির বিরু‌দ্ধে কথা ব‌লে‌ছি‌লেন কিন্তু তার হাতে গড়া দল দুর্নীতি দম‌নে ‌তেমন কোনো পদ‌ক্ষেপ নি‌চ্ছে না।

প্র‌ত্যেক‌টি অঞ্চ‌লে গণ‌ফোরাম‌কে সংগঠিত আমরা কর‌বোই বাক্যটি তিনি যুক্ত করেন।

গণফোরাম চাঁদপুর জেলা সাধারণ সম্পাাদক নজরুল ইসলাম বাবুলের উপস্থাপনায় গনফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তাক আহাম্মদ, দপ্তর সম্পাদক মো: আজাদ হোসেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা গনফোরামের আহবায়ক আহসান আক্তার, গনফোরামের সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, শহর গনফোরামের সভাপতি আবুল খায়ের মিয়া, গনফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, শ্রমিক গনফোরামের সাধারন সম্পাদক শহীদ বকাউল, যুব গনফোরামের সাধারন সম্পাদক হাজী আশ্রাফ বাবু, মহিলা গনফোরামের সাধারন সম্পাদক শিল্পী বেগম, হাজীগঞ্জ উপজেলার সদস্য সচিব জসিম উদ্দিন, কচুয়া উপজেলা গনফোরামের সদস্য হারুনুর রশিদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো: নূরুল হক মিয়া ও গীতা পাঠ করেন বাসুদেব মজুমদার।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ১৮ জানুয়ারি ২০২০

Share